আজ সকালে বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে শুরু হলো ‘প্রথম জগন্নাথ বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র উৎসব ২০২৫’। তিন দিনব্যাপী এই উৎসবের আয়োজন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ, সহযোগিতায় রয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। উদ্বোধনী অনুষ্ঠানের পর, বেলা ১১টা থেকে ৩টা পর্যন্ত প্রদর্শিত হয়েছে নির্বাচিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক শরীফ সিরাজ এবং ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের খণ্ডকালীন শিক্ষক সামিউন হক। এছাড়া, উৎসবে অংশগ্রহণকারী নির্বাচিত চলচ্চিত্রগুলোর পরিচালকরা উপস্থিত ছিলেন।
উৎসবের সভাপতি আদনান মাহমুদ সৈকত জানিয়েছেন, “এই উৎসবের মাধ্যমে আমরা উদীয়মান নির্মাতাদের জন্য নতুন এক প্ল্যাটফর্ম তৈরি করতে চেয়েছি, যা আমাদের দীর্ঘদিনের স্বপ্নের বাস্তবায়ন।”
উৎসবের পরিচালক রাগীব শাহরিয়ার সৈকত জানান, “সারা দেশের শিক্ষার্থী ও উদীয়মান নির্মাতাদের কাছ থেকে জমা পড়া ৭০টির বেশি চলচ্চিত্রের মধ্যে থেকে নির্বাচিত চলচ্চিত্রগুলো প্রদর্শিত হচ্ছে।”
সার্বিক সমন্বয়ের দায়িত্বে থাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের সাধারণ সম্পাদক হাসিবুজ্জামান রিক বলেন, “এই উৎসব চলচ্চিত্রপ্রেমী দর্শকদের জন্য এক অনন্য অভিজ্ঞতা হতে চলেছে, কারণ আমরা দীর্ঘদিন নিরলস পরিশ্রম করেছি।”